চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জাপানের ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনির মুনাফা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী কোম্পানিটির তৈরি ইমেজ সেন্সরের শক্তিশালী চাহিদার কারণেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সনি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে সনির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১.৯০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাজার বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে।
সনির এই মুনাফা বৃদ্ধির পিছনে মার্কিন ডলারের বিপরীতে জাপানিজ মুদ্রা ইয়েনের শক্তিশালী হওয়াও কাজ করেছে। গত ৫ আগস্ট ডলারের বিপরীতে ইয়েন বিগত সাত মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলো। আর এই কারনেই এপ্রিল-জুন সময়ে সনির প্লেস্টেশন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম হলেও (২.৪ মিলিয়ন) গেমিং সেগমেন্টে তাঁদের মুনাফা বৃদ্ধি পেয়েছে।
ডিবিটেক/বিএমটি