রমজান মোবারক ২০২৪ঃ পিকচার, ছবি, পিক, ক্যাপশন ও কিছু কথা

আপনাদের সবাকে জানাই মাহে রমজান মোবারক। বিশ্বব্যাপী আবারো শুরু হতে যাচ্ছে গুনাহ মাপের দিন, অর্থাৎ পবত্র মাহে রমজান। সকল মুসলিম গন এই দিনে সিয়াম সাধনা করে, গুনাহ মাপের উদ্দেশ্য। আজকের পোস্টে  মাহে রমজানের পিকচার বা এইচ ডি কুয়ালিটি ছবি শেয়ার করেছি। এগুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন শুভেচ্ছা জানাতে। এছাড়া আরও রয়েছে ফেসবুক স্ট্যাটাস, রমজান সম্পর্কে ক্যাপশন ও উক্তি। আরও আলোচনা করেছি রমজানের ফজিলত সম্পর্কে কিছু কথা। তাই আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।

রমজান মোবারক

আমাদের অনেক বন্ধু বান্ধব বা বড় ভাই-বোন দূরে অবস্থান করে থাকে। আবার কেউ প্রবাসে বাস করতেছে। তাই তাদের সামনাসামনি রোজার শুভেচ্ছা জানাতে পারি না। কিন্তু আপনি চাইলে দূরের সকল বন্ধু-বান্ধব বা ভাই-বোন কে রমজান মোবারক জানাতে পারবেন। এজন্য এখানে রমজানের শুভেচ্ছা মুবারক শেয়ার করেছি। যেগুলো তাদরে কে -পাঠাতে পারবেন।

এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ  হয়ে, ইতিবাচক শক্তি আসুক জীবনে। রমজান মোবারক! 

সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।    

বছর ঘুরে চলে এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস।
যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।

খারাপ কাজ ত্যাগ করতে, চায় সব রোজাদার, মাস শেষে পূণ্য ধরতে আছে যত বোঝা যার।
রমজানের শুভেচ্ছা

হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
সবাইকে রমজানের শুভেচ্ছা।

তোমার ও তোমার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

এই পবিত্র মাসে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা  

নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় -রমজান মাস। শুভ হোক সব। রমজান মোবারক! 

রমজান এলে যায় গো চলে, সব ভেদাভেদ দ্বন্দ্ব , পুণ্য দিয়ে নেয় সাজিয়ে পাপের দুয়ার বন্ধ।
রমজানের অভিনন্দন

আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে  সোজা পথটি খোঁজা।
সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।

আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। রমজানের শুভেচ্ছা সকলকে।  

মানুষ সবসময় মৃত্যু থেকে বাচাঁর চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়।
অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

নিজের মনকে ইমানের আলোয়- আলোকিত করে নেওয়ার সময় এসে গেছে, শুভ রমজান!   

আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।

সকলকে রমজানের অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের প্রতিটি রোজা রাখার তোফিক দান করুন।  

সিয়ামের মাস এলো, আল্লাহকে বলি চলো,,, সকল গোনাহ ক্ষমা করো, রহমান তুমি বড়।

সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন , ভালো কাজে যোগ দিন, রোজা রাখবো ২৯/৩০ দিন , ইবাদত করব প্রতিটি দিন **মাহে রমজানের শুভেচ্ছা

এলো রে এলো– মাহে রমজান, মুসলিমদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান, সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ রহমতেরই ডালি নিয়ে আসছে পবিত্র মাহে রমজান।

আম্মুকে আজ বলছে খোকা রাখবে ত্রিশ রোজা, চাইবে ক্ষমা করতে জমা ভালো কাজের বোঝা।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা

রমজান মোবারক ক্যাপশন

এখানে রমজান মোবারক ক্যাপশন  দেওয়া আছে। এই ক্যাপশন গুলো ফেসবুকে ছবি পোস্ট করার সময় ব্যবহার করতে পারবেন। এছাড়া রমজান সম্পর্কে নিজের আবেগ-অনুভুতি ক্যাপশন দিয়ে প্রকাশ করতেছ পারবেন। দুনিয়াতে সব চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সব চাইতে সহজ কাজ হলো অন্য কারও সমলোচনা করা (হযরত আলী রাঃ)। এই রকম ইসলামিক ক্যাপশন গুলো পোস্টের নিচে দেওয়া আছে। যাদের প্রয়োজন তারা রমজানের ক্যাপশন গুলো সংগ্রহ করুন।

জগতে সেই সবচাইতে কৃপন, যে মুসলমান অন্য একজন মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে। – বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)।

জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল, একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)

একটি একটি করে যাচ্ছে চলে পবিত্র মাস মাহে রমজান। কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলে দুই হাত । কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। ঠিক তেমনি আল্লহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।

সিয়ামের মাস এলো, আল্লাহকে বলি চলো সকল গোনাহ ক্ষমা করো, রহমান তুমি বড়।

রমজান – বেহেস্তে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং  রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে বেহেস্তে প্রবেশের সুযোগ  আল হাদিস।

দুনিয়ার সবচাইতে জটিল অংকের নাম হলো জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।

আম্মুকে আজ বলছে খোকা রাখবে ত্রিশ রোজা, চাইবে ক্ষমা করতে জমা ভালো কাজের বোঝা।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা

একটি একটি করে যাচ্ছে চলে পবিত্র মাস মাহে রমজান। কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলে দুই হাত । কবুল করো আল্লাহ তুমি,, আমার মোনাজাত ।

রমজান মোবারক ফেসবুক স্ট্যাটাস

এখানে রমজান সম্পর্কে কিছু স্ট্যাটাস শেয়ার করেছি। এই স্ট্যাটাস গুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন। সবাইকে স্ট্যাটাস এর মাধ্যমে রোজার শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে কত গুলো সুন্দর সুন্দর স্ট্যাটাস দেওয়া আছে। আপনার পছন্দের ফেসবুক স্ট্যাটাস টি সংগ্রহ করুন।

  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
    – আল হাদিস
  • রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
    – আল হাদিস
  • যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বতিল। – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
  • জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল, একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)
  • কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। ঠিক তেমনি আল্লহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।
  • আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়।
    ( সেইন্ট অগাস্টিন)
  •  রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
    (আল হাদিস)
  • প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
    — আল হাদিস
  • দুনিয়ার সবচাইতে জটিল অংকের নাম হলো Jibon। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।
  • যদি রাখো রোজ,,, মন হবে তাজা। যদি পড় নামাজ,,, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।
  • রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
    – আল হাদিস
  • জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
    (আল হাদিস)
  • রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
    ( আল হাদিস)
  •  প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।
    ( আল হাদিস)
  •  আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
    (আল হাদিস)

রমজান মোবারক সম্পর্কে কিছু কথা

এখানে রমজান সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। এর পাশা-পাশি রোজা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু হাদিস দেওয়া আছে। রোজা সমরকে জানতে চাইলে আপনি অবশ্যই এই হাদিস গুলো পড়বেন। এই হাদিস থেকে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত সমরকে জানতে পারবেন।

  1. হে মুমিনগণ! তোমাদের জন্যে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। (সূরা বাকারাহ-১৮৩)
  2. হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে। (সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম: ৭৬০)
  3. হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, সিয়াম ঢালস্বরূপ। তোমাদের কেউ কোনোদিন সিয়াম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় প্ররোচিত করতে চায় সে যেন বলে, আমি সিয়াম পালনকারী। (সহীহ বুখারী: ১৮৯৪, সহীহ মুসলিম: ১১৫১)
  4. রমযানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে। মহান আল্লাহ্‌র বাণীঃ হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও (২:১৮৩)
  5. রমাজান মাস, এ মাসেই মানুষের জন্য আলোর দিশা এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ্য থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তাই চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না, এজন্যে যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। (সূরা বাকারাহ-১৮৫)

রমজান মোবারক পিকচার

অনেকে গুগল থেকে রমজানের পিকচার সংগ্রহ করতে চাচ্ছেন। তাদের জন্য এখানে রোজা নিয়ে রমজান মোবারক পিকচার শেয়ার করেছি। এই পিকচার গুলো মেসেঞ্জার বা ইমোতে শেয়ার করতে পারবেন। এছাড়া ফেসবুকে পোস্ট করতে পারবেন। এগুলো নিচে থেকে এইচ ডি কুয়ালিটি পিকচার গুলো বেছেনিন ও আপনার পছন্দের ছবি সংগ্রহ করুন।

রমজান মোবারক ছবি

আপনি কি ফেসবুকে বা সোশাল মিডিয়াতে রমজানের ছবি শেয়ার করতে চাচ্ছেন। তাহলে এই অংশ টুকু ফলো করুন। এখানে আপনাদের জন্য রমজান মোবারক ছবি দেওয়া আছে। এই সব গুলো ছবি এইচ ডি ফরম্যাট সংগ্রহ করার অপশন আছে। এখানে কিছু ছবি স্ট্যাটাস বা উক্তি দিয়ে লিখে দেওয়া আছে। আপনার যে ধরনের ছবি প্রয়োজন সেটা বেছেনিন।

রমজান মোবারক পিক

রোজা উপলক্ষে এখানে এইচ ডি কুয়ালিতি পিক দিয়েছি। যেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। দূরের প্রবাসী ভাই বা বন্ধুদের কে এই পিক শেয়ারের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে কত গুলো পিক দেওয়া হলো। এগুলো থেকে আপনার পছন্দের রমাজনের পিক টি বেছে নিবেন।

শেষ কথা

এই পোস্টে রমজান মোবারক জানানোর জন্য পিকচার থেকে শুরু করে স্ট্যাটাস বা মেসেজ শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে রমজান মোবারক ২০২৪ পিকচার, ছবি, পিক, ক্যাপশন সংগ্রহ করতে পেরেছেন। এবং রমজানের  কিছু কথা ও হাদিস সম্পর্কে জানতে পেরেছেন। নিচে রোজা সম্পর্কিত আরও কিছু পোস্ট দেওয়া আছে, চাইলে সেগুলো দেখেনিতে পারেন।

Bongo Tech
Bongo Tech
Articles: 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *