চাকরির দরখাস্ত লেখার নিয়ম

সঠিকভাবে আবেদন পত্র না লিখার অভাবে অনেকের চাকরি না হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। প্রায় ক্ষেত্রে চাকরির এই দরখাস্ত অনেকটা সেই ব্যক্তির সাথে বিবেচিত হিসেবে দেখা হয়। আপনি দরখাস্ত লিখেছেন অথচ সঠিক হয়নি বা লেখার নিয়ম গুলো ঠিক নেই। তাহলে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেকটাই হারিয়ে ফেলবেন। এমন অনেকেই রয়েছেন আশেপাশে যারা সঠিকভাবে চাকরির দরখাস্ত পত্র লিখতে জানেন না।

আবার এমন অনেকেই রয়েছেন যারা অভিজ্ঞতার কাছ থেকেও পরামর্শ নিতে লজ্জা বোধ করছেন। তো লজ্জাবোধ করার কোনো কারণ নেই আপনি এই পোস্ট থেকেই একদম সঠিকভাবে চাকরির দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন। যদি সঠিক নিয়ম অনুযায়ী কোন চাকরির জন্য দরখাস্ত করে থাকেন তাহলে আশা করা যায় আপনার দরখাস্ত অনেকটা উপকারে আসবে। তা কিভাবে চাকরির দরখাস্ত লিখতে হয় তার নিয়ম সম্পূর্ণ পোস্ট থেকে জেনে নিন।

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

প্রত্যেকেই আমরা ছোটবেলা থেকে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দরখাস্ত লিখে থাকি। বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা বহুবার বিভিন্ন কারনে দরখাস্ত লিখেছি। বিশেষ করে স্কুল ছুটির জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দরখাস্ত লিখেছি। এছাড়াও পড়াশোনার জন্য বিভিন্ন বিষয়ে আমরা দরখাস্ত লিখেছি এবং শিখেছি।

তো দীর্ঘদিন যাবত এই দরখাস্ত না লিখার কারণে হয়তো আমরা অনেকেই ইতিমধ্যে লেখার নিয়ম গুলো হয়তো ভুলে গেছি। আপনার যদি বর্তমানে কোন জায়গায় চাকরির জন্য দরখাস্ত লিখতে হয়, তাহলে অলসতা না করে সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়মটা জেনে নিন। সঠিক নিয়ম এবং সঠিকভাবে দরখাস্ত লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার চাকরির ক্ষেত্রে।

একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি।

চাকরির আবেদনপত্র লেখার নিয়ম

সকল দরখাস্ত হচ্ছে একটি নির্দিষ্ট গঠন কাঠামো এবং নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে কোন একটি পত্রের মাধ্যমে আবেদন করা। চাকরির ধরন অনুযায়ী দরখাস্ত লেখার নিয়ম গুলো পরিবর্তন হয়ে থাকে।

তাই বিভিন্ন চাকরির দরখাস্ত এখানে উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। তবে একটি চাকরির দরখাস্ত লেখার পদ্ধতি অবলম্বন করলে আপনি যেকোনো বিষয়ে চাকরির জন্য আবেদন পত্র লিখতে পারবেন বা দরখাস্ত লিখতে পারবেন।

দরখাস্ত লেখার নিয়মাবলী

চাকরির জন্য দরখাস্ত লেখার পুরো নিয়মটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং কিভাবে লিখতে হবে সেটিও এখানে উল্লেখ করা হয়েছে হুবহু। তাই আপনারা হুবহু এখান থেকে পুরো কপি করে আপনাদের ইচ্ছামত পরিবর্তন করে যে কোন জায়গায় দরখাস্ত লিখতে পারেন। তবে এর কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যা আপনাকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে। তাই দরখাস্ত লেখার নিয়মাবলী নিচের দেওয়া তালিকাগুলো থেকে সংগ্রহ করুন। 

  • আবেদনের তারিখ (যে দিন আপনি আবেদন করবেন তার তারিখ)
  • প্রাপক/বরাবর (যার নিকট আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
  • আবেদনপত্রের বিষয়।
  • সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম/মহোদয় ইত্যাদি।
  • আবেদনের বিষয়ে গঠনমূলক বিস্তারিত বর্ণনা।
  • আবেদনকারীর নাম, ঠিকানা।

এনজিও চাকরির দরখাস্ত লেখার নিয়ম

যারা এনজিওর জন্য চাকরি দরখাস্ত অনুসন্ধান করছেন তারা নিচের দেওয়া নমুনা টি অনুসরণ করলেই সঠিক এনজিও চাকরির দরখাস্ত লেখা হয়ে যাবে। এক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের কোম্পানির এনজিওর চাকরি হতে পারে। তবে আপনাদের সুবিধার জন্য এখানে ফুড এনজিও এর দরখাস্ত লেখার নিয়মটি উল্লেখ করেছি।

দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা

বরাবর 

কর্তৃপক্ষ 

ফুড এনজিও

মদন নেত্রকোনা 

বিষয় : শাখা ব্যবস্থাপক পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার এনজিও প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম            

৪. স্থায়ী ঠিকানা : গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪

৭ . শিক্ষাগত যোগ্যতা :

পরিক্ষার নামবোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সিঢাকা২০১৪৪.৯০
স্নাতক পদার্থবিজ্ঞান ২০১৮৪.০০
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান২০২০৪.০০

৮.  ধর্ম:     ইসলাম (সুন্নি)            

৯.  জাতীয়তা:    বাংলাদেশী

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০…

নেত্রকোনা

কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম

বাংলাদেশের বিভিন্ন বেসরকারি কোম্পানি রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছেমতো যে কোন একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই সঠিক নিয়মে আপনাকে কোম্পানিতে চাকরির দরখাস্ত লিখতে হবে। তাই নিচের দেওয়া নমুনাটি দেখে নিন।

দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা

বরাবর 

কর্তৃপক্ষ 

আইটি এজেকিশোর

মদন নেত্রকোনা

বিষয় : কম্পিউটার অপারেটর পদের জন্যে আবেদন।

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলোঃ

১. নাম:   মো: পারভেজ আহমেদ  

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম         

৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ:  ১৫ . ০৬ . ১৯৯৪ 

৭ . শিক্ষাগত যোগ্যতাঃ

পরিক্ষার নামবোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সিঢাকা২০১৪৪.৯০
স্নাতক পদার্থবিজ্ঞান ২০১৮৪.০০
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান২০২০৪.০০

৮.  ধর্ম :   ইসলাম (সুন্নি)

৯.  জাতীয়তা :  বাংলাদেশী

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন।

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..

নেত্রকোনা

সহকারী শিক্ষক পদের চাকরি দরখাস্ত লেখার নিয়ম

যদি কেউ সহকারী শিক্ষক পদের জন্য চাকরির একটি আবেদন পত্র বা দরখাস্ত লিখতে চান তাহলে নিচের যে লেখার নিয়মটি রয়েছে। এটি আপনি হুবহু কপি করে আপনার ইচ্ছামত পরিবর্তন করে সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে আপনি তা দাখিল করতে পারেন। অতএব আপনাদের সুবিধার্থে নিজের ছোট প্যারাটিতে দরখাস্ত লেখার নমুনা উল্লেখ করা হলো।

দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন

তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ

বরাবর

সভাপতি

……………….. উচ্চ বিদ্যালয়

ভুয়াপুর,টাঙ্গাইল

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব

যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ০৫/০১/২০২৪ খ্রিঃ তারিখে “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি।

১। নামঃ

২। পিতার নামঃ

৩। মাতার নামঃ

৪। বর্তমান ঠিকানাঃ

৫। স্থায়ী ঠিকানাঃ

৬। জন্ম তারিখঃ

৭। জাতীয়তাঃ

৮। জাতীয় পরিচয় পত্র নংঃ

৯। বৈবাহিক অবস্থাঃ

১০। ধর্মঃ

১১। মোবাইল নাম্বারঃ

১২। রক্তের গ্রুপঃ

১৩। শিক্ষাগত যোগ্যতাঃ

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
বি.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৮প্রথম শ্রেণী
এম.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০২০প্রথম শ্রেণী

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।

বিনীত

(সাগর আহমেদ)

মোবাঃ +৮৮ ০১৭১০-০…..

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।

২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

৩। চারিত্রিক সনদপত্র।

৪। নাগরিকত্ব সনদপত্র।

৫। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

৬। ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।

প্রভাষক পদের দরখাস্ত লেখার নিয়ম

প্রভাষক পদের চাকরির জন্য নিচের দরখাস্ত লিখতে পারেন। খুব সতর্কতার সাথে এইসব পদের চাকরির জন্য দরখাস্ত রাখা উচিত। আপনাদের জন্য প্রভাষক পদে দরখাস্ত খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে আশা করা যায় আপনাদের অনেকটা উপকারে আসবে।

দরখাস্ত লেখার নিয়ম – দরখাস্ত লেখার নমুনা

রাস্টবিজ্ঞান

তাংঃ ১৯—১০—২০২২

প্রাধান শিক্ষক

সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

বিষয়ঃ প্রভাষক রাস্টবিজ্ঞান পদের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই গত ০১/১০/২০২২,তারিখের “দৈনিক যুগান্তর” পএীকার প্রকাশিত বিজ্ঞপ্তি মারফতে জানতে পারলাম যে, উক্ত বিদ্যালয়ে প্রভাষক রাস্টবিজ্ঞান পদে নিয়গ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থি। আমার জিবন বিওান্ত্ ও অন্যান তথ্যাবলি নিম্মে লিপিবদ্ধ করা হল।

১। নামঃ এহসানুল হাওলাদার।

২। পিতার নামঃ মোঃ হান্নান হাওলাদার।

৩। মাতার নামঃ কহিনুর বেগম।

৪। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ সাতলা, পোস্টঃ সাতলা, উপজেলাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল।

৫। যোগাযোগের ঠিকানাঃ গ্রামঃ সাতলা, পোস্টঃ সাতলা, উপজেলাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল।

৬। জন্ম তারিখঃ ০৫ জুন, ২০০০।

৭। জাতীয়তাঃ বাংলাদেশী।

৮। ধর্মঃ  ইসলাম।

৯। মোবাইলঃ ০১৯৮২৮৮৯৯৭৫।

৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
বিএসসিজাতীয় বিশ্ববিদ্যালয়২০১৮প্রথম শ্রেণী
এমএসসিজাতীয় বিশ্ববিদ্যালয়২০২০প্রথম শ্রেণী

অতএব, জনাবের সমীপে আকুল আবেদন উপরিউক্ত তথ্যাদি বিবেচনাপূর্বক অফিস সহায়ক পদের নিয়োগ প্রদান করলে আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতি সাধনে সদা তৎপর থাকবো।

বিনীত নিবেদক,

এহসানুল হাওলাদার।

সংযুক্তিঃ—

১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

২. পার্সপোট সাইজের ২কপি সত্যায়িত ছবি।

৩. নাগরিক সনদের ফটোকপি সত্যায়িত ।

৪. ৫০০ ব্যাংক ড্রাফট/পে—অর্ডার।

৪. চারিত্রিক সনদ ২কপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত)।

অফিস সহায়ক পদের চাকরির দরখাস্ত লেখার নিয়ম

অফিস সহায়ক পদে চাকরির জন্য নিচে একটি দরখাস্ত লেখার নমুনা উল্লেখ করা হয়েছে। নিচে দেওয়া লিখিত অফিস সহায়ক পদে চাকরির আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়মটি বিস্তারিত এই পোস্ট থেকে জেনে নিন।

দরখাস্ত লেখার নমুনা

বরাবর

কর্তৃপক্ষ 

বঙ্গ চানাচুর ফুড ইন্ডাস্ট্রিজ

মদন নেত্রকোনা

বিষয় : করণিক পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে করণিক নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম           

৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪           

৭ . শিক্ষাগত যোগ্যতা :

পরীক্ষার নাম বিভাগ/বিষয় পাশের সাল    জিপিএ বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন

এস এস সি বিজ্ঞান ৫.০০ ঢাকা ২০১০

এইচ এস সি বিজ্ঞান ৫.০০ ঢাকা ২০১২

স্নাতক পদার্থবিজ্ঞান ৪.০০ ঢাকা ২০১৪

স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান ৪.০০ ঢাকা ২০১৬

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
বিএসসিজাতীয় বিশ্ববিদ্যালয়২০১৮ ৪.০০
এমএসসিজাতীয় বিশ্ববিদ্যালয়২০২০৪.০০

৮.  ধর্ম :    ইসলাম (সুন্নি)            

৯.  জাতীয়তা  :  বাংলাদেশী   

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন।

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..

নেত্রকোনা

সমাজকল্যাণ দফতরে চাকরির আবেদন পত্র

এ পদে চাকরি গুলো খুবই কম পাওয়া যায়। তা লক্ষ্য রাখতে হবে এবং সঠিকভাবে আপনার একটি আবেদন পত্র লিখতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য নিচে একটি সমাজ কল্যাণ দপ্তরের দরখাস্ত লেখার নমুনা উল্লেখ করেছি। গিন্নি

দরখাস্ত লেখার নমুনা

বরাবর 

কর্তৃপক্ষ 

বঙ্গ চানাচুর ফুড ইন্ডাস্ট্রিজ

মদন নেত্রকোনা 

বিষয় : করণিক পদের জন্যে আবেদন।

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে করণিক নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম           

৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪           

৭ . শিক্ষাগত যোগ্যতা :

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
স্নাতক ২০১৮৪.০০
স্নাতকোত্তর পদার্থবিজ্ঞান২০২২৪.০০

৮.  ধর্ম :    ইসলাম (সুন্নি) 

৯.  জাতীয়তা  :  বাংলাদেশী  

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..

নেত্রকোনা

গার্মেন্টস চাকরির দরখাস্ত

যদি বাংলাদেশের কোন গার্মেন্টসে চাকরি করতে চান তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা বেশি লাগে না। সামান্য এইচএসসি পাস বা এইচএসসি হলে গার্মেন্টসে চাকরির জন্য আবেদন করা যায় বা দরখাস্ত লেখা যায়। যেহেতু এসএসসি পাস করার ব্যক্তিরা গার্মেন্টস এর জন্য আবেদন দেখতে পাবেন। তাই সঠিক নিয়মে গার্মেন্টসে  চাকরির জন্য নিচে দেওয়া নমুনাটি দেখে আবেদন করুন।

দরখাস্ত লেখার নমুনা

বরাবর 

কর্তৃপক্ষ 

হামিদ গার্মেন্টস

মদন নেত্রকোনা 

বিষয় : হেলপার/অপারেটর পদের জন্যে আবেদন।

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার গার্মেন্টসে হেলপার/অপারেটর পদে নিয়োগ করবেন। আমি উক্ত পদের একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম :  মো: পারভেজ আহমেদ  

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম              

৪. স্থায়ী ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪            

৭.   ধর্ম :    ইসলাম (সুন্নি)            

৮.  জাতীয়তা :   বাংলাদেশী 

৯ . শিক্ষাগত যোগ্যতা :

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০

পরীক্ষার নাম বিভাগ/বিষয় পাশের সাল    জিপিএ বোর্ড পাশের সন

এস এস সি বিজ্ঞান ৫.০০ ঢাকা ২০১০

১০. অভিজ্ঞতা : ১৫ -০৫ -২০১৯ থেকে ওএল গার্মেন্টসে কাজে নিয়োজিত। 

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার গার্মেন্টসে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের সুযোগদানে বাধিত করুন। 

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..

নেত্রকোনা

সরকারি চাকরির দরখাস্ত

বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি চাকরি রয়েছে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সরকারের যেকোন পদের চাকরির জন্য আবেদন করতে পারেন বা একটি সুন্দর করে দরখাস্ত লিখতে পারেন। তবে সরকারি চাকরির জন্য আপনি কিভাবে বাংলাতে একটি দরখাস্ত লিখবেন তার পুরো গঠন এখানে উল্লেখ করা হয়েছে। নিচের দেওয়া সরকারি চাকরির দরখাস্তটি দেখে নিন।

সরকারি চাকরির দরখাস্ত-দরখাস্ত লেখার নমুনা

তারিখঃ

বরাবর,

মানব সম্পদ বিভাগ

আনন্দ স্কুল (গণ-শিক্ষা প্রকল্প)

হাউজ-৮৭, রোড-১৩/এ,

ধানমন্ডি, ঢাকা-১২০৯।

বিষয়ঃ ‘উপজেলা শিক্ষা পরিদর্শক’ পদের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ২০/০৫/২০২২ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, উপজেলা শিক্ষা পরিদর্শক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসাবে আমি আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত উপস্থাপন করছিঃ

ক) প্রার্থীর নাম :

খ) মাতার নাম :

গ) পিতার নাম :

ঘ) বর্তমান ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ …………..,

উপজেলা-………….., জেলাঃ …………..

ঙ) স্থায়ী ঠিকানা : গ্রাম- ………….., ডাকঃ …………..,

উপজেলা-………….., জেলাঃ …………..

চ) জন্ম তারিখ :

ছ) ধর্ম :

জ) বৈবাহিক অবস্থা :

ঝ) রক্তের গ্রুপ :

ঞ) জাতীয়তা :

ট) জাতীয় পরিচয় পত্র নং :

ঠ) মোবাইল নং :

ড) শিক্ষাগত যোগ্যতা :

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
বি.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৮প্রথম শ্রেণী
এম.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০২০প্রথম শ্রেণী

অতএব বিনীত প্রার্থনা এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বিবেচনা পূর্বক উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।

নিবেদক

(আপনার নাম লিখুন)

সংযুক্তি

১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি -০১ কপি।

২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি।

৩। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।

ঔষধ কোম্পানিতে দরখাস্ত

বর্তমানে এসব কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে চাকরির জন্য। বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী রয়েছে। যারা মেডিকেলে পড়ার জন্য উদ্বিগ্ন নিয়ে প্রকাশ করছে এবং পড়াশোনা করছে। যারা সদ্য তরুন তরুণীর লেখাপড়া শেষ করেছেন তাদের জন্য ওষুধ কোম্পানি হতে পারে সুন্দর একটি চাকরি। তাই চাকরির জন্য একটা আবেদন পত্র অনেক বেশি জরুরী।

দরখাস্ত লেখার নমুনা

বরাবর 

কর্তৃপক্ষ 

স্কয়ার কোম্পানি

মদন নেত্রকোনা 

বিষয় : মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্যে আবেদন। 

বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০.. তারিখের ‘ওয়ার্ল্ড টাইম টেক’ – পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম, আপনার ঔষধ কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ করবেন। আমি উক্ত পদের  একজন প্রাথী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রযোজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো :

১. নাম:   মো: পারভেজ আহমেদ  

২. পিতার নাম : মোশারফ করিম                   

৩. মাতার নাম : সালেহ বেগম          

৪. স্থায়ী ঠিকানা:  গ্রাম: তেলিগাতী বাজার, পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা           

৫. বর্তমান ঠিকানা  গ্রাম: তেলিগাতী বাজার ,পোস্ট : বড়তলী, উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোনা       

৬. জন্ম তারিখ  ১৫ . ০৬ . ১৯৯৪            

৭ . শিক্ষাগত যোগ্যতা :

পরিক্ষার নাম বোর্ডপাশের বছরগ্রেড
এস.এস.সিরাজশাহী২০১২৫.০০
এইচ.এস.সি ঢাকা২০১৪৪.৯০
বি.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৮প্রথম শ্রেণী
এম.এ জাতীয় বিশ্ববিদ্যালয়২০২০প্রথম শ্রেণী

৮.  ধর্ম : ইসলাম (সুন্নি)            

৯.  জাতীয়তা: বাংলাদেশী

অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নিয়োগদান করে আপনার প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে জীবিকা অর্জনের  সুযোগদানে বাধিত করুন।

তারিখ : ১৬ এপ্রিল জুলাই, ২০..

নেত্রকোনা

শেষ কথা

আজকের আলোচনা বিভিন্ন চাকরির দরখাস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাদের সহজে বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকটি ক্যাটাগরি দ্বারা বোঝানো হয়েছে চাকরির দরখাস্ত সম্পর্কে। আপনি যদি একটি চাকরির দরখাস্ত লক্ষ্য করেন তাহলে আপনি যে কোন চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। আশা করতেছি এই পোস্ট থেকে আপনি অনেককে প্রকৃত হয়েছেন। অতএব আমাদের মাঝে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ 

Bongo Tech
Bongo Tech
Articles: 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *