শুভ নববর্ষ ১৪৩১ – বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও ফেসবুক স্ট্যাটাস

বাঙ্গালীদের মাঝে বাংলার নতুন বছর ১৪ এপ্রিল ২০২৪ শুরু হতে যাচ্ছে। অর্থাৎ বাংলা ভাষাভাষী সকল বাঙ্গালীদের জন্য অনেক বেশি আনন্দের একটি দিন। সকল বাংলা ভাষাভাষী লোক এদিনটিতে অনেক বেশি আনন্দে কাটিয়ে থাকে। প্রিয়জন, আত্মীয়-স্বজন সবার মাঝে এই দিনটিতে আনন্দ উল্লাসের মাঝে ভাগাভাগি করে থাকে। ভাগাভাগি করার জন্য অনেকেই একে অপরের নিকট সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী, সুন্দর ফেসবুক স্ট্যাটাস, ছন্দ ও পিকচার প্রেরণ করে থাকে।

আজকে ভারতে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। তাই যারা নববর্ষের শুভেচ্ছা বাণী, স্ট্যাটাস, ছন্দ ও পিকচার অন্যদের মাঝে প্রেরণ করতে চান তারা এই পোস্ট সম্পূর্ণ পড়ুন। কেননা এখানে আপনাদের মনের মত এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা শুভেচ্ছা বাণী,স্ট্যাটাস ছন্দ ও পিকচার সংগ্রহ করা হয়েছে। 

শুভ নববর্ষ ১৪৩০

যে সকল দেশে বাংলা ভাষাভাষী নাগরিক বসবাস করে সে সকল দেশে শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ পালিত হয়ে থাকে। ১৪ই এপ্রিল রোজ রবিবার বাংলাদেশে শুভ নববর্ষ উদযাপিত হবে। এরপর ১৫ই এপ্রিল রোজ সোমবার ভারতে পহেলা বৈশাখ বা বাংলা শুভ নববর্ষ উদযাপন করা হবে। নতুন এই বছরকে সাদরে গ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে বাঙালিরা।

ইতিমধ্যেই পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষের আমেজ সবার মাঝে লক্ষ্য করা গিয়েছে। সবাই নতুন বছরের জন্য অপেক্ষা করছে এবং নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে। সেই সাথে সবার মাঝে এই দিনটিতে আনন্দ উল্লাসের জন্য বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কার্যকলাপ সম্পন্ন করছে। যেমন অনেকেই এই দিনটিতে প্রিয়জন আত্মীয়-স্বজন সবার মাঝে আনন্দ উল্লাস ঘোরাঘুরি করতে দেখা যায়।

নতুন দিনের স্বপ্ন নিয়ে,
এলো নতুন বছর,
পুরনো দুঃখগুলো সবই বিদায় নিলো।
নতুন আশায় এসো সবাই জীবনটাকে গড়ি,
নতুন করে জীবনটাকে আবার শুরু করি।
হ্যাপি নিউ ইয়ার

আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার।
হ্যাপী নিউ ইয়ার

উদিত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দধারায়
সবাই হবে বাঁধনহারা।
এ’বছর হোক তোমার তরে
মন ভরে উঠুক খুশির ঝরে।
শুভ নববর্ষ !!

নববর্ষের শুভেচ্ছা বাণী

সময় চলে সময়ের নিয়মে। আরো একটি বছর দেখতে দেখতে শেষ হয়ে গেলো। শুরু হতে যাচ্ছে বাঙালির বাংলা সনের ১৪৩০ নতুন বছর। অনেকের মাঝে নতুন বছরের আনন্দ দেখা যায় আবার অনেকের মাঝে পুরনো বছরের কথা মনে করে অশ্রু ঝরতে দেখা যায়। তাই যারা নতুন বছরকে স্বাগতম জানাতে বিভিন্ন ধরনের শুভেচ্ছা বাণী অনলাইনে অনুসন্ধান করছেন তারা এখান থেকে সুন্দর কিছু শুভেচ্ছা মানে পেয়ে যাবেন।  তাই সময় নষ্ট না করে একটু নিচে প্রবেশ করে নববর্ষের শুভেচ্ছা বাণী দেখে নিন

বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
🎉শুভ নববর্ষ🎉

আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও…
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩১

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
🎉শুভ নববর্ষ🎉

আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
🎉শুভ নববর্ষ🎉

এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে…
🎉শুভ নববর্ষ🎉

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
🎉শুভ নববর্ষ🎉

শুভ নববর্ষের স্ট্যাটাস

সকল বাঙ্গালীদের অনেক বেশি আনন্দের একটি দিন এই পহেলা বৈশাখ বা শুভ নববর্ষকে ঘিরে হয়ে থাকে। এই দিনটিতে ছোট থেকে বড় সকলেই অনেক বেশি আনন্দ উল্লাস করে থাকে।  বিশেষ করে যারা মাছে ভাতে বাঙালি তাদের আনন্দের রেশ  টাও একটু অনেক বেশি। তাদেরকে আনন্দ উল্লাস করতে অনেক বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও বিভিন্ন স্তরের লোক এই শুভ নববর্ষ কে সাদরে গ্রহণ করে অনেক বেশি আনন্দ করে থাকেন। বর্তমান সময়ে এ নববর্ষের  বিভিন্ন গুনগান সবার মাঝে লক্ষ্য করা যায়। যারা এই শুভ নববর্ষ  নিয়ে বিভিন্ন স্ট্যাটাস অনলাইনে অনুসন্ধান করে থাকেন। সেসব ব্যক্তিদের সুবিধার কথা চিন্তা করে নিম্নে কিছু নববর্ষের স্ট্যাটাস উল্লেখ করেছি।  অতঃপর নিম্নে দেওয়া স্ট্যাটাস গুলো দেখে নিন।

শুভ নববর্ষের অনেক অনেক
প্রীতি ও শুভেচ্ছা
নববর্ষ ভালো কাটুক
সুন্দর কাটুক শান্তিতে কাটুক

আসুন পুরানো বছরকে বিদায় জানিয়ে
নতুন বছরকে ভালোবাসার সাথে স্বাগত জানায়।
শুভ নববর্ষ

নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কণায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফাল্গুনের ফুলের মেলায়,
তোমায় শুভেচ্ছা জানাই।

যা ঘটেগেছে তা পরিবর্তন করা সম্ভব নয়।
তাই এই নতুন বছরে
একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।

নববর্ষের পদার্পনের সাথে সাথে আমি আশা করি, এটি যেন আমাদের সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষৎ নিয়ে আসুক।

শুভ নববর্ষের ছন্দ

ছোট থেকে বড় সবার মাঝে নববর্ষের গুণগান কবিতা আবৃত্তি ছন্দ লক্ষ্য করা যায়।  এই দিনটিতে পুরো বাংলাদেশের সকল জায়গায় বিভিন্ন অনুষ্ঠান ও আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার মাঝে পালিত হয়ে থাকে।  ও বিভিন্ন অনুষ্ঠানে অনেকে ছন্দ কবিতা ইত্যাদি আবৃত্তি করে থাকে।  তবে যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই শুভ নববর্ষের ছন্দ আবৃতি বা একে অপরের মাঝে প্রকাশ করতে চান।  তারা চাইলেই নিচের দেওয়া কিছু সুন্দর সুন্দর শুভ নববর্ষের ছন্দ এখান থেকে সংগ্রহ করতে পারেন। অতঃপর দেখে শুভ নববর্ষের বিভিন্ন ছন্দ সমূহ

প্রতিটি নতুন বছর আসবে আর যাবে..
সেই সাধারণ বছরটিকে
বিশেষ করে তোলার জন্যে
তোমাকে এমন কিছু করতে হবে
যাতে সর্বসমকক্ষে তোমার
ও তোমার পরিবারের নাম উজ্জ্বল হয়..
শুভ নববর্ষ

নতুন দিন,
নতুন মাস,
নতুন আশা,
নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার

“নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy New Year~❦”

নতুন বছরে আপনাকে
এবং আপনার পরিবারের
সবাইকে সুস্থ এবং বিপদ আপদ
থেকে ঈশ্বর রক্ষা করুক

নতুন বছরের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের
আশীর্বাদ তোমার সাথে থাকুক…
তোমার জীবন ভালোবাসা,
আনন্দ এবং সুখে কেটে যাক…
শুভ নববর্ষ

শুভ নববর্ষের সুন্দর পিকচার

পহেলা বৈশাখ শুভ নববর্ষ,মাছে ভাতে বাঙালিদের  জন্য অনেক বেশি আনন্দের এবং উল্লাসের।  তারা এই দিনটিতে অনেক বেশি আনন্দ করে থাকে।  আবার যখন এ বছর শেষ হতে থাকে তারা আবার অনেক বেশি দুঃখ বেদনা পেয়ে থাকে।  তবে নতুন বছরের আগমনে সবাই পুরনো বছরের স্মৃতির সব ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে থাকে।  অনেকেই শুভ নববর্ষের সুন্দর সুন্দর ছবি এঁকে সবার মাঝে উপস্থাপন করে থাকে। আবার অনেকে এই শুভ নববর্ষের সুন্দর পিকচার বাস্তবের জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকে।  আমরা কিছু শুভ নববর্ষের সুন্দর পিকচার আপনাদের মাঝে উপস্থাপন করেছি।  যারা পিকচার দেখতে চান বা সংগ্রহ করতে চান অবশ্যই নিচের দেওয়া পিকচার গুলো লক্ষ্য করুন। 

বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাশফুল !
তাই তোমায় উইশ করতে মন হল ব্যাকুল !
শুভ নববর্ষ

গরম হাওয়া, তপ্ত আবহাওয়া
আকাশে মেঘের সারি..
মন খারাপ আর কষ্টের সাথে
নতুন বছরে পাড়ি…
খুশীর লগ্নে তেপান্তরে
দিল যে মন পাড়ি..
নতুন বছর এসেছে ঘুরে
মেতে ওঠো তাড়াতাড়ি…
শুভ নববর্ষ

দিনগুলো যেমনই হোক,
ঠিক যায় কেটে
তবে বলো লাভ কি পুরোনো
স্মৃতি ঘেঁটে?
এই বছরে পূর্ণ হোক তোর
সকল আশা,
নতুন বছরের থেকে এটাই
আমার প্রত্যাশা..
শুভ নববর্ষ

শুভ নববর্ষের ফেসবুক স্ট্যাটাস

মনের ভাব প্রকাশ, ব্যক্তি জীবনে যত কথা একে অপরের মাঝে প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক।  বর্তমান সমাজে এই ফেসবুক অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এই সামাজিক ফেসবুক মাধ্যমের দ্বারা সকলকেই নিজের মনের কথাবার্তা বিভিন্ন আনুষ্ঠানিকতার কথা সবার মাঝে উপস্থাপন করা যায়।  যেহেতু শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ অতি সন্নিকটে। তাই খুব সহজে একে অপরের মাঝে শুভ নববর্ষের আনন্দ উল্লাসটা খুব সহজে শেয়ার করার জন্য ফেসবুক টাকে অনেক বেশি ব্যবহার করে থাকে। যারা ফেসবুকের মাধ্যমে শুভ নববর্ষের স্ট্যাটাস দিতে চান, তারা এ পোস্ট থেকে কিছু ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।  কেননা আপনাদের কথা চিন্তা করে আমরা নিম্নে কিছু ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করেছি।  অতঃপর শুভ নববর্ষের ফেসবুক স্ট্যাটাস গুলো দেখে নিন। 

এসেছে নতুন বর্ষ
প্রাণে প্রাণে বাজে
তাই নব হর্স
তোমাদের জানাই তাই
🎉শুভ নববর্ষ🎉

নতুন বছরের ১লা দিনে,
শপথ করি মনে,
করবো আমি ভালো কর্ম,
এই নতুন সনে।
শুভ নববর্ষ

পুরোনো যত হতাশা,
দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে
করুক ধূলিস্যাৎ।
শুভ নববর্ষ

আমরা সকলেই বইটি খুলতে যাচ্ছি,
বইটির প্রতিটি পাতা খালি,
আমরা নিজের পছন্দ মতো শব্দ
বসাতে চলেছি সেখানে,
বইটির নাম “সুযোগ”,
এবং এর প্রথম অধ্যায় হলো “নতুন বছর”।
আনন্দে কাটাও এই বছরটি
শুভ নববর্ষ

নতুন বছর নতুন আশা নিয়ে এসে গেল..
সেজে ওঠো সবাই নতুন জামা কাপড়ে…
আনন্দে প্লাবিত হোক চারিদিক..
🎉শুভ নববর্ষ🎉

শেষ কথা

বছর যেতে না যেতেই নতুন বছরের আগমন।  আগামী ১৪ এপ্রিল ২০২৩ বাংলা সনের ১৪৩০ সাল, পহেলা বৈশাখ পুরো বিশ্বের বাংলা ভাষাভাষী লোকদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দিনটি অনেক বেশি আনন্দের।  তাই সকল স্তরের লোক অনেক বেশি আনন্দ করে থাকে এই দিনটিতে।  সবার মাঝে আনন্দ উল্লাসে মেতে উঠে, বিভিন্ন মাধ্যমে এই শুভ নববর্ষ পহেলা বৈশাখের আনন্দটা ভাগাভাগি করে থাকে। যারা শুভ নববর্ষ ১৪৩০, নববর্ষের শুভেচ্ছা বাণী, স্ট্যাটাস, ছন্দ ও পিকচার এর ছড়াছড়ির আনন্দটা ভাগাভাগি করতে চান।  তারা আজকের এই পোস্ট অবশ্যই সম্পূর্ণ  পড়ে নিন এবং অন্যদের মাঝে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন।

বাংলা টেক
বাংলা টেক
Articles: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *