প্রবাসী ঈদ স্ট্যাটাস, ক্যাপশন ও ফেসবুক পোস্ট ২০২৪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর চলে এসেছে। ইতোমধ্যেই সারা বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ হতে প্রতিবছর অনেক লোকজন বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকে। তারা তাদের আপনজনদেরকে রেখে প্রবাসী জীবনে একা একাই এই ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করে। কিন্তু পরিবার-পরিজন ছাড়া ঈদ তাদের কোন ভাবেই ভালো কাটে না।

যে সকল দেশের বাইরে পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করে থাকে তারা ইন্টারনেটে প্রবাসীদের ঈদ স্ট্যাটাস খুঁজে বেড়ায়। কারণ তারা তাদের মনের দুঃখ কষ্ট গুলো ফেসবুকে পোস্ট করার মাধ্যমে প্রকাশ করে থাকে। আজকে যেহেতু পবিত্র ঈদুল ফিতর তাই অনেকে ইন্টারনেটে ইতোমধ্যেই প্রবাসীদের স্ট্যাটাস খুঁজে বেড়াচ্ছে। আজকের এই পোস্টে আমি আপনার জন্য অনেক সুন্দর সুন্দর প্রবাসী ঈদ স্ট্যাটাস শেয়ার করার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ক্যাপশন ও ফেসবুক পোস্টে নমুনা শেয়ার করব।

প্রবাসী ঈদ স্ট্যাটাস ২০২৪

ঈদ মানেই আনন্দ, কিন্তু যারা প্রবাসে বসবাস করে তারা এই ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারে না। কারণ পরিবার পরিজন ছাড়া কোনভাবে তাদের ভালোভাবে কাটে না। এজন্য মনে অনেক দুঃখ হতাশা নিয়ে ফেসবুকে কষ্টের স্ট্যাটাস দিয়ে থাকে। অনেকেই ইন্টারনেটে প্রবাসীদের ঈদ স্ট্যাটাস খুঁজে বেড়ায়। তাদেরকে উদ্দেশ্য করে পোষ্টের এই অংশে আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে সংগ্রহ প্রকৃত বেশ কিছু প্রবাসীদের স্ট্যাটাস নমুনা এখানে শেয়ার করেছি।

ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
ঈদ মোবারাক

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
…..ঈদ মোবারাক …..

প্রবাসীদের ঈদ মানে
লম্বা একটা ঘুম ,
প্রবাসীদের ঈদ মানে
এই তো পাশের রুম ।
সবাইকে ঈদ মোবারক

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু

ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদ মোবারাক

প্রিয়জন ছাড়া ঈদ সত্যিই খুবই কষ্টের!!
পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনেরই
সবাইকে ঈদের শুভেচ্ছা

প্রবাসীদের ঈদ ক্যাপশন

যে সকল ভাইয়েরা প্রবাসে বসবাস করে থাকে তারা প্রায়ই ফেসবুক চালায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনেক প্রবাসীগণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। ঈদুল ফিতর উপলক্ষে তারা তাদের নিজের ছবিগুলো ফেসবুকে আপলোড করে এবং সুন্দর একটি ক্যাপশন যোগ করে। অনেকেই ইন্টারনেটে প্রবাসীদের ঈদ ক্যাপশন খুঁজে বেড়ায়। এজন্য আমি আপনার জন্য নমুনা সেভাবে এখানে বেশ কিছু ঈদের ক্যাপশন শেয়ার করেছি।

আজ চাঁদরাত, কাল ঈদ…। ছোটকালে এই রাতটার জন্য কত অপেক্ষা আর প্লান…। আর আজ এই রাতটা এলেই চোখদুটো পানিতে ভেসে উঠে…

এখানে ঈদ মানে শুন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট। পরিবার পরিজন ছাড়া ঈদ যে

কত কষ্ট তা একমাত্র প্রবাসীরাই বুঝে। সকাল হলেই ঈদ এখনো আছি ডিউটিতে। শেষ

ঈদের নামাজ আর দেশে ফোন করার পর কষ্টের তীর্বতাটাকে আরো ভারী করে

ঘুমানোর প্রস্তুতি। বুকফাটা কষ্ট আর যন্ত্রনাটাকে বুকে নিয়ে বিছানায় যেয়ে

চোখের পানিতে বালিশ বিজিয়ে একটু ঘুমানোর চেষ্টা যেন কষ্টের ভারটা একটু কমে।

আর তাতেই দুপুর ঘনিয়ে পুর্বের সুর্যটা পশ্চিমে হেলতে শুরু করে। বিছানা

রাতে ঘোসল সেরে সন্ধ্যা রাতের বাশী ভাত এর বাশি তরকারী খেয়ে ঈদের নামাজে

যাওয়ার প্রস্তুতি। পুর্বাকাশে সুর্য মামার দেখা পাওয়ার সাথে সাথেই শেষ হয়ে

যায় ঈদের নামাজ। এর মাঝে আসতে শুরু করবে দেশ থেকে আপন জনদের মিসকল আর খুদে বার্তা।

প্রবাসীদের ঈদ ফেসবুক পোস্ট

প্রবাসী জীবন বলতে গেলে অনেকটাই কষ্টের। কারণ সারা বছরে মাত্র দুইটি ঈদ পালন করা হয়ে থাকে। কিন্তু অনেকেই এই দুটি ঈদ প্রবাসে কাটিয়ে থাকে। আমরা সকলেই জানি যে নিজের আপনজনদের ছাড়া ঈদের আনন্দ কখনোই উপভোগ করা সম্ভব নয়। মনের এই আবেগ নিয়ে অনেক প্রবাসীরা ঈদের ফেসবুক পোস্ট দিয়ে থাকে। নিচের অংশ থেকে আপনি চাইলে প্রবাসীদের ঈদ ফেসবুক পোস্ট এর কিছু নমুনা সংগ্রহ করতে পারেন।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এই কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এই কথার বাস্তবতা খুজে পাওয়া মুশকিল। প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটা অত্যান্ত কষ্টের। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ।

ঈদের প্রস্তুতি জানার জন্য ফোন করেছিলাম শারমিন কে। ভালো-মন্দ জিজ্ঞেস করতেই পাশ থেকে আমার দুই বছরের ছোট মেয়েটি কি যেন বলতে চাইছে।

এই ঈদকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা আকাংখা আর প্রস্তুতির কমতি থাকেনা। ঈদ আসে ঈদ যায় কিন্তু প্রবাসী শ্রমিকদের কষ্ট এতটুকুও কমেনা।

ফজরের আযানের পর দল বেধে ছুটা-ছুটি,দলবেধে পুকুরে ঘোসল শেষ করে সামান্য মিষ্টি মুখ করে নতুন জামা কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া এখন শুধুই স্মৃতি। এখন আর নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ ঢাক দিয়ে বলেনা সেমাই খেয়ে যাও।

প্রবাসীদের ঈদ শুভেচ্ছা

আজকে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল প্রবাসী ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক প্রবাসী গান তাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ফেসবুকে এবং মেসেজের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করে থাকে। আপনি চাইলে নিচের অংশ থেকে এ সকল শুভেচ্ছা মেসেজগুলো সংগ্রহ করতে পারেন।

আকাশের বুকে চাঁদ উঠেছে
সেজেছে নগরী সড়ক
সবার আগে জানাই তোমায়
পবিত্র ঈদ মোবরক
চারিদিকে আজ খুশির জোয়ার
হৃদয় মিলে হবে একাকার।
-ঈদ মোবারাক-

এই ঈদ উল ফিতরে, আল্লাহ আপনাকে
সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দান করুন।
ঈদুল ফিতর মোবারক!

দীর্ঘদিন থাকেন একজন প্রবসী। বছরে আনন্দ বলতে দুটি ঈদ আসে।
কিন্তু তারা ১০ বছরের থেকেও বেশী একটা ঈদ পরিবারের সাথে কাঁটাতে পারে না।
এই কষ্ট তাদের অর্জিত সব টাকা পয়সার উরধে।

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি,
বাবা মা স্ত্রী দূরে রেখে কেমনে খুশি থাকি?
সন্তান রা বাবা পায়না, স্ত্রী পায় না স্বামী।
আমি আছি টাকার মেশিন হযে,
জিন্দা লাশ হয়ে অর্থ করি আয়”

আজকের এই পবিত্র ঈদের দিনে সকল প্রবাসীদের জন্য রইল আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকল প্রবাসীদের ঈদ অত্যন্ত আনন্দ এবং উল্লাসের সাথে কাটুক এই কামনা করে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

শেষ কথা

যে সকল প্রবাসী ভাইয়েরা পরিবার পরিজন ছাড়া প্রবাস জীবন কাটিয়ে থাকে এবং অনেক দূরে ঈদ পালন করে থাকে তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। আজকের এই পোস্টে আমি আপনার সাথে প্রবাসীদের ঈদ স্ট্যাটাস ক্যাপশন ও ফেসবুক পোস্ট এর কিছু সুন্দর সুন্দর নমুনা শেয়ার করার চেষ্টা করেছিলাম। আশা করি ইতিমধ্যে আপনি এই পোষ্টের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সকল স্ট্যাটাস ও ক্যাপশন গুলো সংগ্রহ করতে পেরেছেন।

Bongo Tech
Bongo Tech
Articles: 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *