পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৪

এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবেই নানা আয়োজন, নানা স্মৃতি, নানা নীতিতে একটি বছর শেষ হয়ে যায়।  সবার মাঝে থাকে আনন্দের রেশ, আবার কারো মাঝে থাকে  বিগত বছরকে হারানোর মন খারাপের ছাপ। তবে নতুন বছর পহেলা বৈশাখ সবকিছু ভুলিয়ে দিয়ে নতুন জীবন শুরু করতে শেখায়। পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন  আজকের আলোচনার মূল বিষয়। 

পহেলা বৈশাখ বাঙালির জীবনের ঐতিহ্যবাহী একটি আনন্দের উৎসব মেলা।  এই দিনটি সকল বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের জন্য অনেক বেশি স্মরণীয় এবং ঐতিহ্যবাহী। সকল স্তরের লোক এই দিনটিতে অনেক বেশি আনন্দ করে থাকে। সকলের সাথে আনন্দ উল্লাস ভাগাভাগিতে মেতে ওঠে। বাংলা সনের বাংলা মাসের ১ তারিখ হচ্ছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কে নিয়ে নানা আয়োজন সবার মাঝে লক্ষ্য করা যায়। এই পহেলা বৈশাখের আনন্দ উল্লাস ভাগাভাগি ছড়িয়ে ছিটিয়ে থাকে সবার  মাঝে। কেউ স্ট্যাটাসের মাধ্যমে আবার কেউ facebook ক্যাপশন ইত্যাদির মাধ্যমে। যারা পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন অনুসন্ধান করছেন তারা এই পোস্ট সম্পন্ন পড়ে নিন। 

পহেলা বৈশাখ ১৪৩১

মানুষ নতুন করে বাঁচতে চায়, আবার কেউ পুরনো দিনকে আঁকড়ে ধরে থাকতে চায়। তবে পহেলা বৈশাখ এমন একটি দিন যে সকল বাঙালিদের মনে নতুন কিছু নিয়ে আসে। আবার সবাইকে নতুন করে বাঁচতে শেখায়। এই দিনটি সকল বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের কাছে অধিক ঐতিহ্যবাহী এবং স্মরণীয় একটি উৎসবের দিন। 

এসব উৎসবমুখর দিনগুলোতে বিভিন্ন ধরনের মেলা, শোভাযাত্রা, পান্তা ভাত খাওয়া ইত্যাদি কাজের মাধ্যমে পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ হিসেবে এই দিনটিতে পালন করে থাকে।  আজকের পহেলা বৈশাখ সাল ১৪৩০। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ। বহুকাল আগে থেকেই এই পহেলা বৈশাখ কে শুভ নববর্ষ হিসেবে সকলে পালন করে আসছে। 

আজকে ১৪ এপ্রিল এ দিনটি নানা আনুষ্ঠানিকতার মাঝে পালন করতে। তাই যারা এই দিনটিকে  সবার মাঝে খুব সহজে ভাগাভাগি করে আনন্দ উল্লাস করতে চান।  তারা অবশ্যই বিভিন্ন স্ট্যাটাস ও ক্যাপশন অনুসন্ধান করছেন।  অতঃপর যারা পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন সংগ্রহ করতে চান একটু নিচে প্রবেশ করে সংগ্রহ করুন।

পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস

এই পহেলা বৈশাখী নিয়ে বিভিন্ন আয়োজন সবার মাঝে লক্ষ্য করা যায়।  সবার মাঝে এই পহেলা বৈশাখের আনন্দ ফুটে উঠে। আজ পহেলা বৈশাখ তাই সকলে এই দিনটি ঘটা করে পালন করে থাকবে। একে অপরকে পহেলা বৈশাখের স্বাগতম শুভেচ্ছা জানিয়ে থাকবে। এই শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য অন্যতম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যা হচ্ছে ফেসবুক, আবার টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি।  অতঃপর যারা এসব সামাজিক মাধ্যম ব্যবহার করে এ পহেলা বৈশাখের স্ট্যাটাস দিতে চান। তারা নিম্নে পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস দেখতে পারেন। 

মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ

সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
শুভ নববর্ষ

কি আর লিখবো
লিখার কিছু নাই,
সকাল হলে পহেলা বৈশাখ
জলদি মেলায় যাই।
শুভ নববর্ষ

পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ…
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ

ভগবান তোমায় চিরকাল সুখে রাখুক…
আগামী সবকটি বছর যেন
ভগবান তোমায় দুহাত ভরে আনন্দ দেয়…
পহেলা বৈশাখের শুভেচ্ছা

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ ।
পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট!
নতুন বছরের নতুন যাত্রা হয়
যেনো সুখ আর আনন্দময় !
এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ

তুমি হয়ে ওঠো সূর্যের মতো উজ্জ্বল,
জলের মতন শীতল,
মধুর মতন মিষ্টি,
আশা করি এই নতুন বছরে
তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয়…
শুভ ১লা বৈশাখ

বাউল গানের সন্ধ্যা তালে
নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
শুভ নববর্ষ

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
শুভ পহেলা বৈশাখ

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ

পুরনো বছরটা তোমার
যতোই খারাপ কাটুক না কেন,
নতুন বছর তোমার জীবনে
সব খুশী নিয়ে আসবে…
শুভ নববর্ষ

বৈশাখ নিয়ে ক্যাপশন

আপনাদের কথা চিন্তা করে আরও কিছু পয়লা বৈশাখ নিয়ে ক্যাপশন উল্লেখ করেছি। যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং এসব ক্যাপশন অন্যদের মাঝে শেয়ার করে পহেলা বৈশাখের আনন্দটা খুব সহজে ভাগাভাগি করে নিতে পারবেন। অতঃপর পহেলা বৈশাখ নিয়ে যে ক্যাপশন গুলো আমরা সংগ্রহ করেছি সেসব ক্যাপশন গুলো নিচে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। নিচের দেওয়া ক্যাপশন গুলো দেখে নিন। 

দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ-১৪৩০!!

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান। পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর বিনোদনময়! এই কামনায় তোমাদের জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা!

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”।

পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। *শুভ পহেলা বৈশাখ-

নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।

আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ!!

নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ

শেষ কথা

প্রতি বছরের মতো পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে। আর প্রতিবছরেই এই দিনটিতে সকলেই অনেক বেশি আনন্দ উল্লাস করে থাকে। আবার অনেকে মন খারাপের মাঝে এ দিনটিকে পালন করে থাকে। তবে সকলের উচিত এই দিনটিকে নতুন করে সাধরে গ্রহণ করা এবং আনন্দ উল্লাসে কাটিয়ে দেওয়া। এ পহেলা বৈশাখ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় এবং অনেক কিছু জানিয়ে দেয়। যারা পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন অনুসন্ধান করছিলেন,আশা করছি তারা ইতিমধ্যে পহেলা বৈশাখ নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন  গুলো পেয়েছেন। অতঃপর সবার মাঝে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ 

আরও দেখুনঃ

শুভ নববর্ষ ১৪৩০, বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও ফেসবুক স্ট্যাটাস

বাংলা টেক
বাংলা টেক
Articles: 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *